আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না: ড. ইউনূস

আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দৃঢ় কণ্ঠে বলেছেন, বাংলাদেশ কেবল তার নিকটবর্তী কয়েকটি দেশের সঙ্গে প্রতিযোগিতায় আবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ বক্তব্যে তিনি বলেন, “আমরা কোনো ক্ষুদ্র গণ্ডির খেলোয়াড় নই, বরং আমরা বিশ্ব অঙ্গনের খেলোয়াড়। বাংলাদেশ একটি অসাধারণ দেশ, যেখানে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে সক্ষম।”

নতুন বাংলাদেশের নির্মাণ এবং এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অপরিহার্য ভূমিকা নিয়ে কথা বলার সময় ড. ইউনূস অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ না করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “অতীতের দিকে তাকিয়ে থাকার সময় নেই। আমাদের নতুন দিনের জন্য প্রস্তুত হতে হবে এবং আমাদের কর্মের মাধ্যমেই তা প্রমাণ করতে হবে। মুখে মুখে নতুন বাংলাদেশ গড়ার কথা বলার প্রয়োজন নেই, বরং আমাদের সম্মিলিত কাজই সেই বার্তা বহন করবে।”

বাংলাদেশ পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “পুলিশ বাহিনীকে একটি নতুন আঙ্গিকে সংগঠিত হয়ে কাজ করতে হবে। কেবল কিছু সংখ্যক সদস্য নয়, বরং সমগ্র বাহিনীকে একটি শক্তিশালী এবং সুসংগঠিত কাঠামোর অধীনে আনতে হবে। এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে হবে, যেখানে পুলিশ সদস্যরা দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা অতীতে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সরকার, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ সেসব বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে গেছে। এখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর জনগণের পথে বাধা সৃষ্টি করব না, বরং তাদের অগ্রগতিকে আরও সহজ ও মসৃণ করে তুলব।”

ড. ইউনূস বাংলাদেশের জনগণের অমিত সম্ভাবনার উপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি অত্যন্ত ভাগ্যবান দেশ। এখানে বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম রয়েছে, যারা অত্যন্ত উদ্ভাবনী এবং যেকোনো সমস্যার সমাধানে পারদর্শী। বিশ্বের আর কোনো দেশে এমন জনমিতিক সুবিধা নেই। আমাদের তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সকল প্রকার প্রতিবন্ধকতা জয় করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।”

নতুন বাংলাদেশের ভিত্তি রচনার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এটি একটি সম্মিলিত প্রয়াস হবে। বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ এবং আমরা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post