আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং

ভিসা ঘোষণা

ইউরোপের নয়টি দেশের শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া ঢাকায় শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের মাধ্যমে।

এছাড়া, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। চলতি বছর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ করবে।

আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই ভিসা আবেদন সুবিধা সময় ও খরচ সাশ্রয় করবে, পাশাপাশি বাংলাদেশিদের ইউরোপ গমনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে।

ভিসা সংক্রান্ত তথ্য ও অনুসন্ধানের জন্য আগ্রহীদের ভিএফএস হেল্প ডেস্কে (+88) 09606 777 333 অথবা (+88) 09666 911 382 নম্বরে (রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা – বিকেল ৫টা) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া, অনলাইনে যোগাযোগের জন্য https://vfsforms.mioot.com/forms/CFNC/ লিংকে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফর্ম পূরণ করা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize