ভিসা-পাসপোর্টবিহীন ভারতের নাগরিক আটক

ভিসা পাসপোর্টবিহীন ভারতের নাগরিক সরিষাবাড়ীতে আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ভিসা–পাসপোর্টবিহীন ছাড়াই এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।

ভারতের ওই নাগরিকের নাম শুকুর আলী (২৫)। তিনি নিজেকে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে দাবি করেছেন। এ ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার ভাটারা বাজারে ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনো এক ট্রেনে ওই যুবক সরিষাবাড়ীতে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। তবে তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। পাসপোর্ট ছাড়া বাংলাদেশে কীভাবে প্রবেশ করেছেন—এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারেও ছিলেন তিনি। সেখান থেকেই সরিষাবাড়ীতে এসেছেন। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post