কক্সবাজারের চকরিয়া থানার অদূরে প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে সবাইকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে। এসময় পাহারাদার রবিন্দ্র দাশকে গলায় ছুরি ধরে হাত ও পায়ে ছুরিকাঘাত করলে তিনি আহত হন।
ওইসময় গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চকরিয়া থানা কার্যালয়ের অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতি হয়েছে এমন খবর পাওয়ার পর পুলিশের একটি টিমকে ডাকাত কবলিত বাড়ি পরিদর্শনে পাঠানো হয়। ওসি মনজুর কাদের ভূঁইয়া আরো বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার বা অভিযোগ দেয়নি৷ এজাহার দিলে অবশ্যই মামলা হবে৷