যেকোনো আন্দোলন দমনে বলপ্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশের সদস্যদের। একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে বলপ্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। তবে, এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেলে এক পুলিশ সদস্যকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, কোনও রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য। নাম জানা না গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকে।
প্রশংসাকারীরা বলছেন, এটাই হওয়া উচিত পুলিশিং। এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত।
আরও পড়ুন
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য। কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলাভঙ্গ না করতে। এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।
জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো।’ তার পোস্টের কমেন্টে কাজী হাকিম নামে একজন লিখেছেন, ‘আশা করি এইভাবে সকল পুলিশেরই পরিবর্তন আসবে। সামনের থেকে মানুষ পুলিশের উপর নির্ভরশীল ও বিশ্বাস গ্রহণযোগ্যতা ফিরে পাবে। এই ভাইয়ের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক।
হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।
ইতোমধ্যে হিমেল চাকমার ওই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।