হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল, সোনার বার ও স্বর্ণালংকারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে আটক করে। গ্রেপ্তারকৃত নিরাপত্তাকর্মীর নাম ওহিদুর।
বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
ওহিদুরের কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি সোনার বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে।
কাউছার মাহমুদ জানান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি-৮০৪) রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন সোনা বহনের দায়িত্ব দেন ওহিদুরকে।
ওই সোনা বিমানবন্দরের বাইরে থাকা লিটনের কাছে পৌঁছে দেওয়াই ছিল বেবিচকের এই কর্মীর কাজ। এর বিনিময়ে ১২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর। গ্রেপ্তার ওহিদুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন নিরাপত্তাকর্মী কীভাবে এত বিপুল পরিমাণ সোনা ও রিয়াল নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।