বিদেশগামী টিকিটে নতুন নিয়ম: যাত্রী হয়রানি ও মূল্যবৃদ্ধি রুখতে কঠোর পদক্ষেপ

বিদেশগামী টিকিটে নতুন নিয়ম: যাত্রী হয়রানি ও মূল্যবৃদ্ধি রুখতে কঠোর পদক্ষেপ

বিদেশগামী ফ্লাইটের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে টিকিট বুকিং করতে হলে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি বাধ্যতামূলক লাগবে। এই সিদ্ধান্তটি সম্প্রতি মন্ত্রণালয়ের এক সভায় গৃহীত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

নতুন নিয়মাবলী:

যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাবে না।

বুকিং করা টিকিট ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করতে হবে, অন্যথায় এয়ারলাইনস স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিট বাতিল করবে।

গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিটগুলো আগামী ৭ দিনের মধ্যে যাত্রীর তথ্যসহ ইস্যু করতে হবে। অন্যথায়, এয়ারলাইনস তিন দিনের মধ্যে সেই টিকিট বাতিল করবে।

টিকিট মূল্যবৃদ্ধির কারণ ও প্রতিরোধ:

সভায় টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেট তৈরি এবং টিকিট মজুতদারির বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন এজেন্সি ভিসা, পাসপোর্ট ও যাত্রী তালিকা ছাড়া শুধু ই-মেইলের মাধ্যমে সিট ব্লক করে রাখায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা ও কুয়ালালামপুরগামী ফ্লাইটে এই সমস্যা বেশি দেখা যায়।

তদন্ত কমিটি ও টাস্কফোর্স গঠন:

টিকিটের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে সভাপতি করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও, মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত তদারকির জন্য ১৩ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স টিকিটের মূল্য যৌক্তিক রাখার ব্যবস্থা নেবে।

সরকারের এই উদ্যোগের ফলে টিকিটের মূল্য স্বাভাবিক থাকার পাশাপাশি যাত্রীদের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post