হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার

হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, সিএনএন, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এই ঘটনা প্রকাশ করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় নির্ধারিত কর্মসূচির আগেই সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। বুলডোজার মেশিন দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শিরোনাম করেছে, “বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে।” প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, “বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে।” তারা জানিয়েছে, এই বাড়ি থেকেই শেখ হাসিনার বাবা শেখ মুজিব পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।” তাদের প্রতিবেদনে আরও বলা হয়, শুধু শেখ হাসিনার বাড়িই নয়, তার রাজনৈতিক দলের নেতাদের বাড়িগুলোতেও হামলা চালানো হয়েছে।

রয়টার্স শিরোনাম করেছে, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা।” প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, “ভারত থেকে শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে।”

এবিসি নিউজের শিরোনাম ছিল, “বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।” প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পরিচালিত হয়, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতীক।

এছাড়া, সৌদি আরবের আরব নিউজসহ ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমও এই ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। সাম্প্রতিক এই ঘটনাগুলো বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

 

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=GsvDS9R9IQE

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize