ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

ফ্লাই জিন্নাহকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমোদন

পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া।

তিনি বলেন, তারা (ফ্লাই জিন্নাহ) আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা তা অনুমোদন করেছি। কার্যক্রম শুরু করার আগে, ফ্লাই জিন্নাহকে বাংলাদেশে একজন স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে। এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। একবার তারা স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে, আমরা তাদের সরবরাহ করব। আমাদের অংশ বর্তমানে সম্পূর্ণ।

পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post