ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকা থেকে সুদানের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ওই নারীর নাম ইসলাম আব্দেল রহিম। বাবার নাম আব্দেল রহিম। তার সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি ভারতে কিছুদিন অবস্থান করেন। সোমবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
আটক ওই নারীর কাছ থেকে একটি মোবাইল ফোন, একশত ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি ও ব্যবহৃত কাপড় জব্দ করে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘পরশুরাম সীমান্ত থেকে আফ্রিকার সুদানের নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ উঠছে, স্থানীয় মানব পাচারচক্র এ কাজে জড়িত থাকতে পারে।’
তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এর আগে, একই এলাকা থেকে গত বছরের ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক, ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।