ওমরায় গিয়ে বাংলাদেশির মৃত্যু

ওমরায় গিয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত আব্দুর রহিম প্রধানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামের।গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্যে জানা যায়,মৃত আব্দুর রহিম মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১১ জানুয়ারি শনিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=LKiuepKBJtg

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize