বিমানবন্দরের শৃঙ্খলা মেনে চলতে যাত্রীর স্বজনদের আহ্বান

বিমানবন্দরের শৃঙ্খলা মেনে চলতে যাত্রীর স্বজনদের আহ্বান

বিমানবন্দরের নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্য যাত্রী স্বজনদের আহ্বান জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া। একইসঙ্গে বিমানবন্দর সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে এক প্রবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামগ্রিক বিষয় নিয়ে সঙ্গে কথা বলেন বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, বর্তমানে বিমানবন্দরে আমরা প্রবাসীসহ অন্য যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছি। প্রবাসী যাত্রীরা তাদের আত্নীয়-স্বজনদের সঙ্গে কথা বলার জন্য বুথ করে দেওয়া হয়েছে। আমরা তাদের ভ্রমণ ক্লান্তি দূর করতে বিশেষ লাউঞ্জ করে দিয়েছি। সেখানে খুব স্বল্পমূল্যে তারা খাবারও পাচ্ছেন।

মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে কর্তব্যরত সদস্যদের সঙ্গে নরওয়ের ওই পরিবার যে আচরণ করেছেন সেটিও দুঃখজনক।

তিনি বলেন, বিমানবন্দরে আসার পর আমাদের কতিপয় প্রবাসী নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তারা হরহামেশাই নিয়মশৃঙ্খলা ভঙ্গ করেন। আমাদের নিরাপত্তা সদস্যরা সেগুলো অত্যন্ত ধৈর্য্য সহকারে মোকাবিলা করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, মনে রাখতে হবে এখানে নিয়মশৃঙ্খলা রয়েছে। কেউ এই শৃঙ্খলা ভঙ্গ করলে তার শাস্তির বিধান রয়েছে। প্রবাসী ভাইয়েরা আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখেন। তাদের জন্যই আমাদের সব কিছু। কিন্তু বিমানবন্দরে নামার পর সেগুলো ভুলে ইচ্ছেমতো আচরণ করলে তো সবাই কষ্ট পাবে। আমাদেরও দুর্নাম হবে। আমরা চাই না বিমানবন্দরের সুনাম নষ্ট হোক।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ সেবা দিতেই কাজ করছি। আমাদের যাত্রীসেবার জন্য আমরা একটি টিম ওয়ার্ক পরিচালনা করছি। সবার প্রতি আহ্বান থাকবে বিমানবন্দরে এসে সেখানকার নিয়মশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখার। যারা এখানে কাজ করেন তাদেরও সম্মানের সঙ্গে দেখতে হবে। আমাদের লোকজন প্রবাসীসহ সব যাত্রীদের যেহেতু সম্মান করে তাদের কাজের প্রতিও সম্মান দেখানো উচিত।

মঞ্জুর কবীর ভুঁইয়া আরও বলেন, মনে রাখতে হবে এটি আমাদের দেশ। বিমানবন্দরও আমাদের দেশের অংশ। সুতরাং এর মর্যাদা যেমন কর্মকর্তা-কর্মচারীরা ধরে রাখতে হবে তেমনি যাত্রীদেরও সেই বিষয়ের প্রতি নজর রাখতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post