শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।

ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ২২টি পাসপোর্ট এবং জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পাসপোর্টের তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।

গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

পদত্যাগের পরই অন্তর্বর্তী সরকার তার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ভারত এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ গুম, হত্যা ও গণহত্যার অভিযোগে জড়িতদের বিচারের আওতায় আনতে দৃঢ় অঙ্গীকারের ইঙ্গিত বহন করে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post