বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক খারাপ নেই। বরং মতবিরোধ রয়েছে শুধুমাত্র ভারতের বর্তমান নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ। দলের সিনিয়র নেতা তারেক রহমানের নির্দেশে আমি নিজেও একাধিকবার দিল্লি সফর করেছি। ভারতীয় জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।”
তিনি আরও বলেন, “ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সমস্যা নেই। আমাদের মূল আপত্তি নরেন্দ্র মোদি সরকারের কিছু নীতির প্রতি, যা পারস্পরিক স্বার্থবিরোধী মনে হয়েছে। মোদি সরকারের গুজরাটি পরিচয়ের কারণে নয়, বরং তাদের আচরণ ও নীতির কারণেই এ সমস্যার উদ্ভব।”
আরও পড়ুন
তিনি দেশবাসীকে ভারতের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান এবং সম্পর্ক উন্নয়নের জন্য পারস্পরিক সম্মান ও সমঝোতার উপর জোর দেন।
আরও দেখুনঃ