আ.লীগ নেত্রী বিএনপি মহিলা দলের সভাপতি

আ.লীগ নেত্রী বিএনপি মহিলা দলের সভাপতি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের নব অনুমোদিত কমিটির সভাপতির পদ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২০ ডিসেম্বর একটি দলীয় প্যাডে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমজুড়ে চলছে সমালোচনার ঝড়, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

পলাশবাড়ী মহিলা দলের নতুন সভাপতি আরজিনা পারভীন চাদনী, যিনি একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নও নিয়েছিলেন, এখন বিএনপির মহিলা দলের দায়িত্ব গ্রহণ করেছেন। তার অতীত রাজনৈতিক জীবন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনেকেই অভিযোগ করছেন যে, টাকার বিনিময়ে এই কমিটি অনুমোদন পেয়েছে।

তালিকা অনুসন্ধান করে আরও জানা গেছে, কমিটিতে একাধিক সক্রিয় আওয়ামী লীগ কর্মীও স্থান পেয়েছেন, যার মধ্যে নাসিমা আকতার, যিনি বরিশাল ইউনিয়নের তাঁতী লীগের সভানেত্রী ছিলেন, উল্লেখযোগ্য।

এ বিষয়ে পলাশবাড়ী পৌরসভার বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “একমাত্র অর্থের বিনিময়ে এ কমিটি গঠন হয়েছে, এবং আমরা এর বাতিল দাবি করছি।” জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, “যিনি বিএনপির জন্য কিছুই করেননি, তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না।”

এদিকে, নতুন সভাপতি আরজিনা পারভীন চাদনী জানিয়ে দেন যে, আওয়ামী লীগে তার সম্পর্কের বিষয়টি ভুল বোঝা হচ্ছে, তার পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তবে গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতার অভিযোগ অস্বীকার করে বলেন, “কমিটি দেওয়া নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন?”

এ ঘটনা নিয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে, এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize