যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
রোববার দুপুরে যশোর জেলা, সদর উপজেলা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার এসব নেতাকর্মী আদালতে হাজির হন। তবে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো শীর্ষ নেতা ছিলেন না।
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়, যার প্রেক্ষিতে এই আত্মসমর্পণ। আদালতের চত্বরে আত্মসমর্পণকারীরা শেখ হাসিনার নামে শ্লোগান দিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করেন।