পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বঙ্গোপসাগরের স্থান বিশ্বমঞ্চে ক্রমাগত বেড়ে যাচ্ছে। এই কারণে, বড় শক্তির নজর এখন বঙ্গোপসাগরের ওপর। সরকার বঙ্গোপসাগরকে একটি সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।
তিনি রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ’ শীর্ষক সেমিনারটি বিআইআইএসএস এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই-জেট্রো) যৌথভাবে আয়োজন করেছে।
মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কখনও তার প্রতিবেশী বা বিশ্বশক্তির দ্বন্দ্বের কেন্দ্র হতে দেবে না। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের অধিকার নিশ্চিত না হলে, এই অঞ্চলে শান্তি স্থাপন সম্ভব নয়। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর গড়ে তোলার জন্য স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সকল অংশীজনকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।
আরও পড়ুন
তিনি আরও বলেন, জাপান এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, যা অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
আরও দেখুনঃ