ইজতেমায় খুনিদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইজতেমায় খুনিদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতেই হবে। খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই।”

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সংঘর্ষের পর মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং এ বিষয়ে দ্রুতই মামলা করা হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ইজতেমায় খুনিদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের বিষয়ে তিনি বলেন, “সবাইকে একত্রিত করে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। দুই পক্ষ যদি আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে পারে, তাহলে আমরা একটি সিদ্ধান্ত ঘোষণা করবো।”

সংঘর্ষে আহতদের সুচিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনার মাধ্যমে সরকার কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব বহন করবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize