আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

বিডিআর হত্যাকাণ্ডে ভিকটিম পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। তার ঘোষণানুযায়ী, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন ছাত্র-নাগরিকদের ব্যানারে জমায়েত হয়ে এই কর্মসূচি পালিত হবে।

মাহিন সরকারের বক্তব্যে অভিযোগ তোলা হয়েছে, দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, “বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং কমিশন গঠনে গড়িমসি দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি উপেক্ষার শামিল।”

এছাড়া, প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে একাত্তরের বিজয়কে নিজেদের কৃতিত্ব হিসেবে তুলে ধরার অভিযোগ আনেন তিনি। মাহিন সরকার এ ঘটনাকে বাংলাদেশের ইতিহাস বিকৃতির প্রচেষ্টা আখ্যা দিয়ে বলেন, “বিচারহীনতা এবং ভারতের ইতিহাস বিকৃতির প্রচেষ্টার প্রতি সরকারের নীরবতা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি, মাহিন সরকার, ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে কেউ না আসলেও আমি একা লড়াই চালিয়ে যাব। বিদেশি প্রভাব কিংবা সরকারের বাধা কোনোভাবেই আমাকে বিচ্যুত করতে পারবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বার্তায় তিনি সাধারণ জনগণ ও ছাত্রসমাজকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সংস্কার কার্যক্রম বা কমিশন গঠনের নামে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”

অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান থেকে এককভাবেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মাহিন সরকার ফেসবুক পোস্টের শেষে লেখেন, “মাতৃভূমি অথবা মৃত্যু। ইনকিলাব জিন্দাবাদ।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post