প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার, ১৬ ডিসেম্বর, সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, “সম্প্রতি আমি ইউরোপীয় ইউনিয়নের ১৯ জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশগুলোর রাষ্ট্রদূত একত্রে প্রথমবারের মতো ঢাকায় এসে সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেন। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতার বার্তা প্রদান করা।”
প্রধান উপদেষ্টা আরও জানান, রাষ্ট্রদূতদের সঙ্গে তার আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। তিনি বলেন, “এই প্রক্রিয়ায় তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।”
আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারিত হচ্ছে, তা তারা অবগত হয়েছেন।
এছাড়া, ইউরোপীয় দেশগুলোর ভিসা অফিস ঢাকায় আনার জন্যও তিনি একটি অনুরোধ করেন, বিশেষ করে যেসব দেশের ভিসা অফিস দিল্লিতে রয়েছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং ভোগান্তি কমবে।
অবশেষে, তিনি উল্লেখ করেন যে, বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিষয়ে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উদ্যমের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতির সাফল্যের বিষয়ে বিশ্বব্যাপী আস্থা বৃদ্ধি পেয়েছে।