বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

বাংলাদেশ এবং পূর্ব তিমুর কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। এছাড়া, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর, রবিবার, ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়।

ভিসা অব্যাহতি চুক্তির আওতায়, দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ, অবস্থান ও প্রস্থান করতে পারবেন।

চার দিনের সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট হোর্তা। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, এবং এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরের দ্বিতীয় দিনে, ১৬ ডিসেম্বর, প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিনে তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৭ ডিসেম্বর, প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএস) অডিটরিয়ামে ‘দ্য চ্যালেঞ্জেস অব পিস ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক বক্তৃতা দেবেন।

এর পর, তিনি বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব এবং তিমুর লেস্তের জনগণের স্বাধীনতা পরবর্তী আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize