ধানমন্ডি ৩২ এ ফুল দিতে গিয়ে আটক নায়িকা

ধানমন্ডি ৩২ এ ফুল দিতে গিয়ে আটক নায়িকা

রাজধানীর ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং জনপ্রিয় নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি তার সহকারী এক নারীকে নিয়ে স্থানীয় পুলিশ নিরাপত্তাবেষ্টনী পার করে ধানমণ্ডি ৩২ এলাকায় প্রবেশ করেন। এতে বাধা দেওয়ার পর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এর আগে, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক নিয়ে উপস্থিত হয়েছিলেন মিষ্টি সুভাষ।

সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমার নেত্রী শেখ হাসিনা, এবং আমি তার জন্মদিনে কেক কাটার জন্য টিএসসিতে এসেছি, কারণ এখানে তাকে অসম্মান করা হয়েছে। যেখানে তাকে অসম্মান করা হয়েছে, আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize