প্রবাসীদের মানবাধিকার সুরক্ষার দাবি জানালো বিপিএন

প্রবাসীদের মানবাধিকার সুরক্ষার দাবি জানালো বিপিএন

প্রবাসীদের মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। মঙ্গলবার দুপুরে মানবাধিকার কমিশনের সচিব সেবাষ্টিন রেমার হাতে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান। একইদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর আরও একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ববহ একটি দিন। দিবসটি উপলক্ষ্যে বিপিএন প্রবাসীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরতে চায়।

দাবিগুলো হলো কর্মীর বিদেশ গমনে নিরাপত্তা নিশ্চিতকরণকল্পে প্রতিশ্রুত কাজ নিশ্চিত করা, নিন্ম মানের আবাসন এবং মালিক কর্তৃক অমানবিক আচরণের প্রতিকার। পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কনস্যুলেট অফিসগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা।

স্মারকলিপিতে শ্রমিকদের দ্রুত সহায়তা দিতে কনস্যুলেটগুলোর কর্মী সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রবাসীদের সেবা প্রদানের ব্যবস্থাসহ প্রবাসীদের মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।
স্মারকলিপি হস্তান্তরের সময় প্রবাসী নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post