বদলির আদেশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থল ত্যাগ না করে দায়িত্বভার হস্তান্তরে গড়িমসির অভিযোগ উঠেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের বিরুদ্ধে।
প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি পূর্বের পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন, যা অফিস আদেশের প্রতি সরাসরি অবজ্ঞার শামিল।
এ বিষয়ে এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে জানান, তিনি একটি মিটিংয়ে ব্যস্ত আছেন এবং এর বেশি কোনো মন্তব্য করেননি।
গত ২ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বেবিচক থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ কার্যকর হওয়া নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন
পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনা গভীরতর হলে দায়িত্বপ্রাপ্ত সংস্থা কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সবার নজর রয়েছে।