অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় তার সফরকালে জানিয়েছেন যে, ভারত আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে। এ বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে বিক্রম মিশ্রি এসব কথা জানান। বৈঠকে সাম্প্রতিক ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েও আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে এই সম্পর্ক আরও ইতিবাচক এবং গঠনমূলক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে আমি ঢাকায় এসেছি। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পরে এটি আমাদের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। আজকের আলোচনায় উভয়পক্ষের মধ্যে খোলামেলা ও গঠনমূলক মতবিনিময় হয়েছে। আমাদের লক্ষ্য হলো একটি ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক, যা দুই দেশের জনগণের জন্য উপকার বয়ে আনবে।”

বিক্রম মিশ্রি আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় মানুষকেন্দ্রিক এবং এটি ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ, পানি, জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, কনস্যুলার সেবা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এই সব বিষয়ে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।”

সোমবার সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব, এবং বৈঠক শেষে রাতে ঢাকা ত্যাগ করেন। তার এই সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং নতুন সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize