অভিনেত্রী অনামিকা জুথী একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে রয়েছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতে নিজের একটি সেকেন্ড হোম গড়েছেন। তবে একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
গত শনিবার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক হন তিনি। একই ফ্লাইটে থাকা মোহাম্মদ রায়হান ইকবাল নামের আরও এক যাত্রীকেও আটক করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন এবং হোয়াইট গোল্ডের চেইন সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী চুড়িগুলো স্কচটেপ দিয়ে দুই হাতে বেঁধে এবং চেইনগুলো গলায় লুকিয়ে বহন করছিলেন। পাশাপাশি কিছু স্বর্ণালংকার তাদের হাতব্যাগেও পাওয়া যায়।
আরও পড়ুন
তবে এই ঘটনা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন অনামিকা জুথী। বিমানবন্দর থেকেই তিনি জানান, তাকে আটক করা হয়নি এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
অনামিকা বলেন, “আটকের মতো কোনো ঘটনা ঘটেনি। আমার সঙ্গে কিছু স্বর্ণ ছিল, যার জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করে বাসায় ফিরছি। যেভাবে খবর প্রকাশিত হয়েছে, তা দেখে আমি বিব্রত। পরিচিতরা ফোন করে জানতে চাইছেন, অথচ পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা আমার জন্য সম্মানহানিকর।”
বিমানবন্দর সূত্রে জানা যায়, ওই দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান। তবে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় নিয়ম অনুযায়ী চট্টগ্রাম থেকে তাদের ঢাকার এভিয়েশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।