রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারের উদ্দেশ্যে আনা চার কেজি ওজনের ময়ূরের নখসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে শুল্ক গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি জাকির হোসেন, যিনি ভারত থেকে ময়ূরের নখ বাংলাদেশে এনে চীনে পাচার করার পরিকল্পনা করেছিলেন।
জাকির হোসেন ভারতের ইন্ডিগো ফ্লাইটে ঢাকায় এসে বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের নজরে পড়েন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে, মিরপুরের নূর আলম নামের এক ব্যবসায়ীর কাছে এই নখ পৌঁছে দেওয়ার কথা ছিল।
জাকির আরও জানান, তিনি মাসে চার থেকে পাঁচবার ভারত থেকে বিভিন্ন অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
উল্লেখ্য, এর আগেও শাহজালাল বিমানবন্দরে চীনে পাচারের সময় একশ কেজি ওজনের ময়ূরের পাখা জব্দ করা হয়েছিল।
এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নের পাশাপাশি পাচার রোধে শুল্ক গোয়েন্দা বিভাগের তৎপরতা আরও দৃঢ় হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।