সৌদি আরব গত মাসে ৮৩ হাজার ৭৩৩ বাংলাদেশি কর্মী নিয়োগ করেছে, যা গত ৩৫ মাসের মধ্যে কোনো একক দেশের জন্য সর্বোচ্চ বৈদেশিক কর্মসংস্থান।
নিওম শহর, লোহিত সাগর প্রকল্প, আমালা এবং ঐতিহাসিক স্থান আলউলার উন্নয়নের মত দেশটির মেগা প্রকল্পগুলো এ চাহিদা বাড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করছে। এসব প্রকল্প দেশটিতে ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
যদিও সৌদি আরবে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বাড়লেও অন্যান্য শ্রমবাজারে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমেছে। বিএমইটির তথ্য অনুযায়ী, গত নভেম্বরে বাংলাদেশ মোট এক লাখ তিন হাজার কর্মী বিদেশে পাঠিয়েছে।
এর মধ্যে এককভাবে সৌদি আরবেই গেছে ৮১ শতাংশ। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রথাগত শ্রমবাজারে নিয়োগ সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে।
আরও পড়ুন
ঢাকায় এক সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেন, তেলসমৃদ্ধ দেশটি এর মেগা প্রকল্প এবং ‘ভিশন ২০৩০’ উদ্যোগের জন্য বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করছে।
বর্তমানে সৌদি আরবে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ধীরে ধীরে আরও বাংলাদেশি শ্রমিকদের নেওয়ার কথা বলেছেন তিনি।