চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা দল। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে এই অভিযান চালানো হয়।
আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুড়ি, চেইন এবং হোয়াইট গোল্ডের চেইন সদৃশ স্বর্ণালংকার, যার মোট ওজন ৭৩৩ গ্রাম। তারা সুকৌশলে এসব স্বর্ণালংকার বহন করছিলেন।
আরও পড়ুন
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীদের তল্লাশি করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকার সমান।
উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটে ছিল এবং নিয়ম অনুযায়ী ঢাকা বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।