রাজস্থানের আজমিরের বিখ্যাত খওয়াজা মৈনুদ্দিন চিশতির দরগাহ আসলে একটি শিব মন্দিরের ওপরে বানানো হয়েছিল বলে সেখানকার আদালতে মামলা দায়ের করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত।
হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা সম্প্রতি মামলাটি দায়ের করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সারদার লেখা একটি বইয়ের সহ দরগাহ-তে যে মন্দির ছিল, তার পক্ষে তিনটি যুক্তি আদালতের সামনে পেশ করেছেন। তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে তাকে ওই ‘মন্দির’এ পুজো করার অনুমতি দেওয়া হয়।
আজমির দরগাহ-র প্রধান উত্তরাধিকারী এবং খওয়াজা মৈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি এই মামলাটিকে “সস্তায় জনপ্রিয়তা পাওয়ার কৌশল” বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন
তার কথায়, “এরা সমাজ এবং দেশটাকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে।
আগামী ২০শে ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।