জান্তা শাসনের সমালোচনা করায় মালির প্রধানমন্ত্রীকে বরখাস্ত

জান্তা শাসনের সমালোচনা করায় মালির প্রধানমন্ত্রীকে বরখাস্ত

মালির জান্তা প্রধান দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী চোগুয়েল কোকাল্লা মাইগা এবং সরকারকে বরখাস্ত করেছেন। বুধবার (২০ নভেম্বর) মাইগা সরকারের মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয়।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা মাইগাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সামরিক শাসকরা প্রযুক্তিগত কারণ দেখিয়ে ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়।

গত সপ্তাহে মাইগা বলেন, সরকারের মধ্যে নির্বাচন স্থগিতের বিষয়ে কোনো কথাই হয়নি। প্রধানমন্ত্রীর অজান্তেই সবকিছু সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে ঘটছে। তিনি গণমাধ্যম থেকে জান্তার সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন বলে জানান।

আইন অনুযায়ী, মাইগার উত্তরসূরিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতার সঙ্গে পরামর্শ করে এখন নতুন সরকার গঠন করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালে সেনারা ক্ষমতা দখল করলে প্রধানমন্ত্রী মনোনীত হন মাইগা। এর আগেও তিনি প্রাক্তন রাষ্ট্রপতি আমাদু তৌমানি তোরের অধীনে মালির বাণিজ্যমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতার অধীনে ডিজিটাল অর্থনীতি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize