একসঙ্গে ৯ হাজার কর্মী ছাঁটাই করল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান

একসঙ্গে ৯ হাজার কর্মী ছাঁটাই করল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান

জাপানি বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি নিশান একসঙ্গে নয় হাজার কর্মী ছাঁটাই করেছে। শুধু তাই নয়, বিশ্বের বাজারে এই সংস্থা ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের গাড়ি বিক্রি এবং গাড়ি উৎপাদনের পরিমানও কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বের বাজারে গাড়ির উৎপাদন এক ধাক্কায় ২০ শতাংশ কমিয়ে দেবে এই প্রতিষ্ঠান, আর তাই এত বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে নিশান।

স্ট্রাটেজি বদল করবে নিশান

নিশানের চিফ এক্সিকিউটিভ অফিসার এক্স হ্যান্ডলে জানিয়েছেন এই বছরের প্রথম ৬ মাস উত্তর আমেরিকার বাজারে কোম্পানির নেট মুনাফা ৯৩ শতাংশ পড়ে গিয়েছে।

প্রতিবেদন অনুসারে নিশান অনুমান করছে তাদের মোট ১২.৭ ট্রিলিয়ন ইয়েন মূল্যের গাড়ি বিক্রি হতে চলেছে, যা কিনা আগের পূর্বাভাস ১৪ ট্রিলিয়নের থেকে অনেকটাই কম। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে নিশান এখন সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য বাজারের সমস্ত ধরনের বদলের সঙ্গে খাপ খাইয়ে নেবে এই সংস্থা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post