কুয়েতে দুই সপ্তাহে দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার

21426f6d9b7a2dfb9ffa60c72766e5fd 66e97239debf4

কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এরই অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ কয়েকটি পৌরসভাজুড়ে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। দুই সপ্তাহের এই প্রচারাভিযানে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন দেশের নাগরিক ১৪৬১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েতে এক মালিকের ভিসায় আসার পরে অন্যত্র অন্য মালিকের কাজ করা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসার লোকেরা গ্রেপ্তার হয় বেশি। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এই ভিসা ৭ লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে থাকে। আবার ১ বছর বা ২ বছর পরে নবায়নের জন্য টাকা দিতে হয়।

নতুন গভর্নরেট অফিস খোলার পর এবং ২৪/৭ নিরাপত্তা দল গঠনের পর, এই প্রচারাভিযানের ফলে আবাসিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের নাগরিক ১৪৬১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানোসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট জোর দিয়েছিল যে, আইন ভঙ্গকারীদের ধরতে এই নিরাপত্তা অভিযানগুলো সারা দেশে অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের জরুরি হটলাইনের (১১২) মাধ্যমে লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার মাধ্যমে আইন প্রয়োগকারীকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করা হয়।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize