যাত্রী সংকটে ভারতগামী ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

Novoair aircraft scaled

যাত্রী অভাবে পুরোপুরি বন্ধ হলো নভোএয়ারের ভারতগামী ফ্লাইট। সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট
বিশেষজ্ঞরা বলছেন, নয়া দিল্লি ভিসা নিয়ে কঠোর অবস্থান থেকে না সরলে ক্ষতির মুখে পরবে দু’দেশ। শিগগিরই দরকার সমাধান। ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে নয়া দিল্লির কঠোর অবস্থানের মুখে একের পর কমতে থাকে ভারতগামী ফ্লাইট।

বিমান বাংলাদেশ, ইউএস বাংলার ফ্লাইট সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। এমন বাস্তবতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নভোএয়ারের ঢাকা টু কলকাতা ফ্লাইট। এর আগে নভোএয়ার সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করত, যা দিয়ে মাসে প্রায় ২ হাজার ১০০ যাত্রী যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি ভিসা সমস্যার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ফ্লাইট সংখ্যা ৩টি করা হয়েছিল, তাও অর্ধেক যাত্রী পূরণ হচ্ছিল না।

এদিকে নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ-উল ইসলাম জানিয়েছেন, “যাত্রী সংখ্যা এতটাই কমেছে যে, ফ্লাইট চালানো আর অর্থবহ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে।

অন্যদিকে, এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ-উল আলম বলেন,”এয়ারলাইন্সগুলোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রুট ছিল। ভারতে ভিসা আবার চালু হয়ে এ পরিস্থিতি কেটে গেলে উভয়ের জন্যই মঙ্গল। কারণ বন্ধ হয়ে যাওয়ায় শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি না, ভারতের ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এছাড়া ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় চলছে মাত্র ৬টি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টির জায়গায় চলছে ৭টি ফ্লাইট।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize