ভিসা, পাসপোর্ট ছাড়া রেলস্টেশনে প্রবেশ নিষেধ!

Thumb 23959

টিকিট কেটেই ট্রেনে ওঠার নিয়ম দেশের মধ্যে। প্ল্যাটফর্ম টিকিট কাটাও নিয়মের মধ্যেই রয়েছে। কিন্তু স্টেশন চত্বরে পা রাখতে গেলে ভিসা, পাসপোর্ট লাগতে পারে, এমনটা আগে শুনেছেন কি? দেশের মধ্যেই এমন একটি রেলস্টেশন রয়েছে। যেখানে যেতে গেলেও প্রয়োজন পাসপোর্ট এবং পাকিস্তানের ভিসা। দুটোর একটিও দেখাতে না পারলে জেল পর্যন্ত হতে পারে যে কারোর!

স্টেশনটি কোথায়? এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। নাম, আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন। ভারত ও পাকিস্তানের মধ্যে একদা এই রেলস্টেশন দিয়ে চলাচল করত সমঝোতা এক্সপ্রেস। ভারতের এই স্টেশনে প্রবেশের জন্যে প্রয়োজন পাকিস্তানের ভিসা, পাসপোর্ট। বিদেশ আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী পাকিস্তানের ভিসা ছাড়া এই স্টেশনে কেউ ধরা পড়লে তার জেল, জরিমানা দুইই হবে।

আটারি শ্যাম সিং ভারতের শেষ রেলস্টেশন। স্টেশনের একদিকে অমৃতসর আর অন্য দিকে রয়েছে লাহোর। এখানেই নিরাপত্তা বরাবরই আঁটসাঁট। রেলস্টেশন দিয়ে অতীতে আরও একাধিক ট্রেন চলাচল করত। কিন্তু ভারত, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতির আবহে ২০১৯ সালে এই রেলস্টেশন বন্ধ হয়ে যায়। এমনকী বন্ধ হয়ে যায় সমঝোতা এক্সপ্রেসও।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize