পড়ালেখায় অমনোযোগী ছেলেকে ‘শিক্ষা দিতে’ দোকানের কাজে পাঠালেন মা, ১০ দিনে লাখপতি!

South china

ছেলেকে পাঠিয়েছিলেন মা ‘রান্না শেখার স্কুলে’। যাতে তার সন্তান পড়ালেখা করে, কাজটি শিখে জীবনে কিছু করতে পারে! তবে, ছেলে পড়ালেখায় একেবারে অমনোযোগী। চিন্তিত মা ভাবলেন, ছেলেকে মনযোগী করতে কিছু একটা করতে হবে।

ছেলেকে ‘উচিত শিক্ষা দিতে’ পূর্ব চীনের একটি স্ন্যাকস বিক্রির এক দোকানে কাজ করতে পাঠিয়ে দেন মা। ছেলেও মায়ের কথা অমান্য না করে শুরু করে কাজ। ১৭ বছর বয়সী শেন নামের ওই ছেলে মাত্র দশ দিনে ১০ হাজার ইউয়ান বা ১৪০০ মার্কিন ডলার আয় করে। যা বাংলাদেশ টাকায় দাঁড়ায় প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা।

এমন সাফল্য পাওয়ার পর রীতিমত অবাক হয়েছেন শেনের মা। রান্নার স্কুলে ছেলের গ্রেড কমতে শুরু করলে তিনি এ সিদ্ধান্ত নেন। কারণ, ছেলে শেন তাকে বলেছিল, ‘পড়াশোনা অর্থহীন’। তাই, সে আর স্কুলে যেতে চায় না।

সেজন্য ছেলেকে বাস্তবতার সঙ্গে পরিচয় করাতেই এমন উদ্যোগ নিয়েছিলেন শেনের মা। তিনি বলেন, তার ছেলে শেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খাবার তৈরি করতে শুরু করত। ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল ৪টায় স্টল বসিয়ে রাত ৩টা পর্যন্ত বিক্রি করতো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize