ট্রেনের এসি কোচ থেকে উদ্ধার ২ কেজি সোনা, নগদ ৫ লাখ টাকা ! তারপর কী ঘটল?

Haryana ambala news 2024 09

হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ধুন্ধুমার। সন্ধ্যায় চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। সেই সময় এক যাত্রীর ব্যাগ থেকে দুই কেজি সোনা এবং অন্য আরেক যাত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আয়কর বিভাগে। জানা গিয়েছে, দুই যাত্রীই অমৃতসরের বাসিন্দা। দু’জনেরই জুয়েলারি এবং টেক্সটাইলের ব্যবসা রয়েছে।

চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা তুঙ্গে। বাস ডিপো এবং রেলওয়ে স্টেশনগুলিতে চলছে নাকা তল্লাশি। সেই সূত্রেই সম্প্রতি আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল আরপিএফ। তখন দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার হয়। দুই কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। দুই যাত্রীকেই আটক করেছে আরপিএফ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize