কর্মী নেওয়া বন্ধের পর মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত প্রবাসীকে আটক করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ১২৩ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন।
ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক শনিবার এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল।
পরে বিভিন্ন বিভাগের ১৩০ জনের একটি দল অভিযানে নামে। তাদের গাড়ির শব্দ শুনে আতঙ্ক ছড়ায় প্রবাসীদের মধ্যে।
আরও পড়ুন
অভিযানে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার প্রমাণ পাওয়ায় বহু প্রবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট -এর অধীনে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।
জানা গেছে, অভিযানে আসা দলটি শহরের অপর একটি নির্মাণস্থলে কাগজপত্র দেখাতে না পারায় আরও ১৯৮ জনকে আটক করে। তাদের মধ্যে এক বাংলাদেশি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।