মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ অভিযোগে ৭ প্রবাসী গ্রেপ্তার

7 expatriates arrested in malaysia for kidnapping bangladeshi businessman

মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্টুল এলাকা থেকে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৩০ জুলাই) তাদের কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূর এলিনা হানিম আব্দুল হালিম এই আদেশ দেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ জুন রাতে। সেদিন সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহরণের উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায়। এই মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা হলেন সোহেল রানা ও শাহজাহান। মিয়ানমারের নাগরিকদের মধ্যে রয়েছেন আব্দুল মাজিদ, সোফোরুদ্দিন, মোখতার হুসেন, মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ আরাফাত। তাদের সবার বিরুদ্ধেই মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ গঠন করা হয়েছে। যেহেতু মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত, তাই এদিন তাদের কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইমান নুরহিদেয়া ইজানি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের অভিযোগ থাকায় তাদের জামিনের আবেদন করা হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ২ অক্টোবর।

এই মামলায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের (ক্যানিং) শাস্তির মুখোমুখি হতে পারেন। আদালত এখন তদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize