হাসপাতালে চিকিৎসক ঘুমে, রক্তক্ষরণে মারা গেল রোগী

Doctor falls asleep in hospital, patient dies of hemorrhage

ভারতের উত্তর প্রদেশের মীরাটে চিকিৎসকদের অবহেলায় এক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা ঘুমাচ্ছেন, আর পাশেই আহত রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন।

নিরাপত্তা ক্যামেরার ওই ফুটেজে দেখা যায়, চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকিত স্ট্রেচারে থাকা রক্তাক্ত রোগী সুনীলের চিকিৎসা না করে ঘুমাচ্ছেন। রোগীর পাশে দাঁড়ানো এক নারী শিশুসহ সাহায্যের জন্য চিকিৎসকদের ডাকছেন, কিন্তু তাতে তাদের কোনো সাড়া ছিল না। এ ঘটনায় চরম ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনীলকে পুলিশ জরুরি বিভাগে নিয়ে আসে। পরিবারের দাবি, হাসপাতালে আনার পরপরই তাঁর পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু উপস্থিত চিকিৎসকরা অবহেলা করেন, ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে মঙ্গলবার সকালেই তিনি মারা যান।

হাসপাতালের ডিউটি-ইন-চার্জ ডা. শশাঙ্ক জিন্দাল জানিয়েছেন, অবহেলার খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা দেন। তবে তাঁর দাবি, রোগী আগেই সংকটজনক অবস্থায় ছিলেন। এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আর সি গুপ্ত জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দুই চিকিৎসকের দায়িত্বহীনতা স্পষ্ট হওয়ায় তাঁদের বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মীরাটের জেলা প্রশাসন। সুনীলের পরিবারের পক্ষ থেকে সঠিক বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize