মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৮০ জন বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত একটি বিশেষ অভিযানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চালানো অভিযানে ৪০০ জনের বেশি বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করা হয়। যাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিকও ছিলেন।
একেপিএস জানায়, এসব যাত্রীদের ভ্রমণের উদ্দেশ্য সন্দেহজনক ছিল এবং তারা অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি। ফলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এর একদিন আগেই (২৪ জুলাই) ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হওয়ায় কেএলআইএ থেকে আরও ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ফলে দুই দিনে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে।
এ ধরনের কড়াকড়ি মালয়েশিয়ার অভিবাসন নিরাপত্তা জোরদার নীতিরই অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশে ইচ্ছুক যাত্রীদের যথাযথ কাগজপত্র ও পরিষ্কার ভ্রমণ উদ্দেশ্য থাকা জরুরি বলে সতর্ক করেছে তারা।