গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে মৃত্যুফাঁদে নারী চালক

Female driver dies after using google maps to drive

বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য সঙ্গী। অচেনা পথে দিকনির্দেশনা পাওয়ার অন্যতম সহজ উপায় হলেও, কখনো কখনো এই প্রযুক্তির ভুল নির্দেশ বিপদের কারণ হয়ে দাঁড়ায়—যেমনটা ঘটেছে ভারতের নবি মুম্বাইয়ে।

শুক্রবার সকালে বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন এক নারী। কিন্তু ভুল নির্দেশনায় তিনি চলে যান বেলাপুর বে ব্রিজের নিচের একটি সরু ও অনিরাপদ পথ ধরে ধ্রুবতারা জেটির দিকে। হঠাৎ করে তার গাড়িটি খালের পানিতে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় মেরিন নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে নারী চালককে নিরাপদে উদ্ধার করে। সৌভাগ্যবশত তিনি গুরুতর কোনো আঘাত পাননি। পরে একটি ক্রেনের মাধ্যমে পানিতে পড়ে যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়। এই ঘটনাটি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি আবারও সামনে নিয়ে এসেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পানির নিচ থেকে সাদা একটি গাড়িকে টেনে তোলা হচ্ছে। দৃশ্যটি বহু দর্শকের মনে শঙ্কা ও সচেতনতাবোধ তৈরি করেছে।

এটি ভারতে গুগল ম্যাপের ভুলের কারণে ঘটানো প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও উত্তর প্রদেশে ভাঙা সেতুর দিকে গাড়ি চালিয়ে ফেলার ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটে। একই ধরনের আরেকটি ঘটনায় কেরালাগামী পর্যটকরা একটি প্রবল স্রোতের নদীতে পড়ে গিয়েছিলেন, যদিও তারা প্রাণে রক্ষা পান।

এইসব উদাহরণ প্রমাণ করে যে, প্রযুক্তি আমাদের সহায়ক হলেও তা একমাত্র ভরসা হতে পারে না। অজানা পথ পাড়ি দিতে গিয়ে শুধু ডিজিটাল মানচিত্রের ওপর নির্ভর না করে সচেতন দৃষ্টি ও বাস্তব পর্যবেক্ষণ থাকা প্রয়োজন—এমন বার্তা দিচ্ছে এইসব ঘটনার পুনরাবৃত্তি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize