মালয়েশিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। তারা প্রধানমন্ত্রী আনোয়ারের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে তাকে পদত্যাগের আহ্বান জানান।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, বিক্ষোভকারীরা কালো টি-শার্ট পরে রাজধানীর জাতীয় মসজিদ ‘নেগারার’ সামনে জড়ো হন এবং ‘পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ’ স্লোগানে মুখরিত করেন শহর। সেখান থেকে তারা ‘জাগো, জাগো, জনগণ জাগো’ স্লোগান দিতে দিতে স্বাধীনতা স্কয়ারের দিকে পদযাত্রা করেন।
আরও পড়ুন
প্রায় তিন বছর ধরে ক্ষমতায় থাকা আনোয়ার ইব্রাহীমের শাসনামলে মালয়েশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি খরচ বৃদ্ধি এবং জনজীবনের ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আনোয়ার সরকার গত সপ্তাহে প্রাপ্তবয়স্কদের জন্য নগদ সহায়তা এবং জ্বালানির দাম কমানোর ঘোষণা দেয়।
বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন) আয়োজিত এই সমাবেশে রাজধানীর বাইরের অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ বাসে করে অংশ নেন। এছাড়া এতে কয়েকটি ছোট বিরোধী দল ও মালয় সম্প্রদায়ভিত্তিক মানবাধিকার সংগঠনও যুক্ত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। উপস্থিত ছিলেন পার্টি ইসলাম মালয়েশিয়ার (পিএএস) প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াংও। সমাবেশে বক্তারা সরকারবিরোধী বিভিন্ন ইস্যু তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—জুলাই মাসে বিক্রয় ও সেবা কর (এসএসটি) সম্প্রসারণ, বিদ্যুতের খরচ বৃদ্ধি ও জ্বালানি ভর্তুকি কমিয়ে দেওয়া।