ভারতের রাজধানী দিল্লিতে এক আলোচিত সংবাদ সম্মেলন হঠাৎ করে স্থগিত করা হয়েছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ক এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায়। তবে নির্ধারিত সময়ের ঠিক আগেই আয়োজকরা এটি বাতিলের ঘোষণা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম **হিন্দুস্তান টাইমস** এক প্রতিবেদনে জানায়, সংবাদ সম্মেলনটি আয়োজনের উদ্যোগ নেয় ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’ নামের একটি স্বীকৃতিহীন সংগঠন, যার ব্যানারে এটি হওয়ার কথা ছিল। আয়োজক হিসেবে ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতার অংশগ্রহণের কথা ছিল। তারা গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা এবং ‘গণহত্যা’ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার কথা জানান। তবে সম্মেলন শুরুর আগমুহূর্তে আয়োজক আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় বহু শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে সম্মেলন স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
বিবৃতিতে আরও জানানো হয়, প্রাণহানির ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরে নতুন তারিখে তা আয়োজন করা হবে। দুর্ঘটনায় ৩৫ জনের বেশি নিহত হন, যাদের বেশিরভাগই শিশু এবং আহত হয়েছেন প্রায় ১৭০ জন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক নেতাদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন সম্প্রতি। তাদের মধ্যে কয়েকজনের এই স্থগিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়।