সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের জুয়েল শাখায় দোকান থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চুরি করা পণ্যের মূল্য প্রায় ৫,১৩৬ সিঙ্গাপুরি ডলার, যা ভারতীয় মুদ্রায় সাড়ে তিন লাখ রুপির বেশি।
৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের অন্তত ১৪টি দোকান থেকে পারফিউম, প্রসাধনী ও ব্যাগসহ বিভিন্ন পণ্য চুরি করেন। এরপর চুরি করা জিনিসপত্র নিয়ে তিনি স্বাভাবিকভাবে সিঙ্গাপুর ত্যাগ করেন। তবে ১ জুন তিনি পুনরায় সিঙ্গাপুরে ফিরলে, ট্রানজিট অবস্থায় বিমানবন্দরের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চুরির ঘটনা প্রথম নজরে আসে একটি দোকান থেকে একটি ব্যাগ হারিয়ে যাওয়ার পর। এরপর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে কোনো মূল্য না দিয়েই পণ্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
আরও পড়ুন
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ২৫ জুলাই চুরি ও সম্পত্তি জালিয়াতির অভিযোগ গঠন করা হবে।
সিঙ্গাপুর পুলিশ সতর্ক করে বলেছে, “দ্রুত ফ্লাইটে উঠে দেশ ছাড়লেই ধরা এড়ানো যাবে — এমন ভুল ধারণা নয়। বিমানবন্দরের দোকানে চুরি প্রতিরোধে পুলিশ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
প্রসঙ্গত, এর আগেও একই ধরনের ঘটনায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ১,৮০০ ডলারের পণ্য চুরির অভিযোগে আরেক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।