বিয়ের স্বপ্ন নিয়ে দেশে ফেরা হলো না প্রবাসীর, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

Expatriate dies after being electrocuted, unable to return home with dream of marriage

বিদেশে ১২ বছরের কর্মজীবনের শেষে এবার ছুটিতে দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন ভোলার জামাল হোসেন (৩৫)। কিন্তু সেই প্রত্যাবর্তন হচ্ছে না হাসিমুখে—ফিরছেন কফিনবন্দি হয়ে। ব্রুনাইয়ের একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাহাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা জামাল, চীনারুপাই শহরের একটি নির্মাণ প্রকল্পে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে এক সহকর্মী ফোনে পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছালে গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরদিন জামালের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। মা নিরুতাজ বেগম কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলে তো দেশে ফেরার জন্য দিন গুনছিল, এখন শুধু লাশ হয়ে ফিরবে!”

ছোট বোন কুলসুম জানান, “ভাই বলেছিল ৩ আগস্ট দেশে আসবে, আমাদের জন্য অনেক কিছু এনেছে। বলেছিল এবার দেশে এসে বিয়ে করবে। এখন শুধু ভাইয়ের কফিন আসবে।”

জামালের ভগ্নিপতি সেকান্তর মিয়া জানিয়েছেন, মরদেহ স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize