দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এ ভিসা দেওয়া শুরু হবে বলে এক ঘোষণায় জানিয়েছে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে চলতি বছর চীন ভারতের নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করে। এবার ভারতও একই ধরনের উদ্যোগ গ্রহণ করল। এটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২০ সালে হিমালয়ের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। ভারত তখন চীনা বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করে, শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং বিমান চলাচলে কঠোরতা বাড়ায়। অন্যদিকে, কোভিড-১৯ মহামারির সময় চীনও ভারতের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করে দেয়।
আরও পড়ুন
২০২২ সালে চীন সীমিত আকারে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য আবার ভিসা দেওয়া শুরু করে। চলতি বছর মে মাসে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হলে ভারতীয় পর্যটকদের জন্য চীনও পর্যটক ভিসা চালু করে। এবার তারই ধারাবাহিকতায় চীনা নাগরিকদের জন্য ভারতও একই সুবিধা চালু করছে।
সম্প্রতি উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়েছে দুই দেশের নেতৃত্বের মধ্যে। রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ভারত সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “ব্যক্তিগত যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।”
উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে প্রায় ৩,৮০০ কিলোমিটার সীমান্ত দীর্ঘদিন ধরেই বিতর্কিত। দুই দেশের মধ্যে ১৯৬২ সালে সীমান্ত নিয়ে একটি সংক্ষিপ্ত যুদ্ধও হয়। এখনও পর্যন্ত সেই বিরোধের স্থায়ী সমাধান হয়নি। তবে সাম্প্রতিক ভিসা নীতির শিথিলতাকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।