মালয়েশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই ঘোষণা বুধবার (২৩ জুলাই) মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়।
আনোয়ারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। শনিবার কুয়ালালামপুরে ব্যাপক বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নিতে পারে। বিক্ষোভকারীদের মূল দাবি—পণ্যের দাম কমানো এবং সরকারের ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ।
সরকারি রাজস্ব বৃদ্ধি ও উৎপাদন খাতে উন্নয়ন আনতে আনোয়ার প্রশাসন কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন মজুরি নির্ধারণ, বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী মূল্যবৃদ্ধি এবং সেবা ও পণ্যে ট্যাক্স বাড়ানো। প্রধানমন্ত্রী দাবি করেছেন, এসব উদ্যোগের লক্ষ্য বড় ব্যবসায়ী ও ধনীদের কাছ থেকে বেশি কর আদায় করা। তবে সমালোচকদের মতে, এই পদক্ষেপের বোঝা সাধারণ মানুষকেই বেশি বইতে হচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী আনোয়ার জানান, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) নগদ সহায়তা দেওয়া হবে। এটি ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করা হবে এই নগদ সহায়তা কর্মসূচিতে।
এই পদক্ষেপে জনসন্তোষ কিছুটা প্রশমিত হবে বলে আশাবাদী সরকার। তবে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক নজর রাখছে বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ।