ভারতে ৮ বাংলাদেশি আটক

8 bangladeshis detained in india

ভারতের আসামে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তারা সবাই মেঘালয় হয়ে আসামে প্রবেশ করেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা ভারতে প্রবেশের সময় বৈধ পাসপোর্ট কিংবা ভিসা প্রদর্শন করতে পারেননি। এতে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করেছেন। আটককৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন—বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, রাহুল আমিন, মোশাররফ আলী ও আশারুল হক। পুলিশের ভাষ্যমতে, তারা সবাই বাংলাদেশের জামালপুর জেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা চেন্নাইয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন বলেন, “আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি। এটাই আমার প্রথমবার ভারতে আসা। কাজ ছাড়া আর কিছু জানি না।”

আসাম পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে তোলা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize