অবতরণের পরই বিমানের ইঞ্জিনে আগুন, প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

Plane engine catches fire after landing, passengers survive

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অবতরণের পর অল্প সময়ের ব্যবধানে ঘটে গেল আতঙ্কজনক এক ঘটনা। মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গেটের সামনে দাঁড়ানোর কিছু সময়ের মধ্যেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত, কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, এআই-৩১৫ ফ্লাইটটি হংকং থেকে অবতরণ করে এবং গেটের সামনে দাঁড়ানোর পর যাত্রীদের নামানোর প্রক্রিয়া চলছিল। ঠিক সেই মুহূর্তেই সহায়ক শক্তি সরবরাহকারী এপিইউ ইউনিটে আগুন লাগে। স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গেই এপিইউ বন্ধ হয়ে যায়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Air india express 1663149441302

সংস্থার একজন মুখপাত্র জানান, “যদিও বিমানের পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও যাত্রী ও কেবিন ক্রুরা সম্পূর্ণ নিরাপদে আছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং রেগুলেটরি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট বিমানটিকে আপাতত গ্রাউন্ড করে রাখা হয়েছে।”

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এয়ার ইন্ডিয়ার টেকনিক্যাল টিম পরিস্থিতি পর্যালোচনা করছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা অনুসন্ধানে তদন্ত চলছে।

প্রসঙ্গত, এর আগের দিন সোমবারই আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা এড়াতে টেক-অফ বাতিল করা হয়। দিল্লি থেকে কলকাতাগামী সেই ফ্লাইটে ১৬০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের মুহূর্তেই পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে উচ্চ গতিতে ব্রেক প্রয়োগ করে বিমানটিকে থামান, ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এ ধরনের পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize